সর্বশেষ সংবাদ

সরকার না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব: দুদু

<![CDATA[

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমাদের নেতা রাষ্ট্রের, সরকারের, বিএনপির এবং দেশের মানুষের জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যদি আপনারা তারিখ ঘোষণা করতে না পারেন, আমরাই তারিখ ঘোষণা করে দেব।’

বৃহস্পতিবার (২৯ মে) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভা হয়।

তিনি বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনও চূড়ান্ত কথাটা বলেননি, যখন চূড়ান্ত কথাটা বলবেন, বাংলাদেশ স্থবির হয়ে যাবে, তখন বুঝতে পারবেন।’

আরও পড়ুন: ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিকল্পিত: দুদু

নতুন গড়ে ওঠা রাজনৈতিক দলের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘কেউ কেউ বিএনপির সমালোচনা করে ট্রাক সরাতে পারেননি, তারা তো বলেন না, গত ১৭ বছরে বিএনপির পৌনে ৫ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম বা নিখোঁজ হয়েছেন। বিএনপি যদি ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে না থাকতো, তাহলে এক মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। তাদের ছোট করা যাবে না।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করে দুদু আরও বলেন, ‘আমাদের নেতা বলেন, সবার আগে বাংলাদেশ, আর এদের সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না, সবার আগে লাইসেন্স চাই, লোক পাঠাবো। আমার মনে হয়, ব্যবসা করার জন্যই তিনি জাপানে গিয়েছেন। তিনি রাষ্ট্রের আমন্ত্রণে এখনও পর্যন্ত কোনো দেশে যাননি।’

আরও পড়ুন: যারা বলছে দলকে ক্ষমতায় আনতে অভ্যুত্থান করেনি, তাদের রাজনীতি হতাশ করেছে: দুদু

জমায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে দুদু আরও বলেন, ‘তারা নির্বাচনের বিরোধিতা করছে, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আমি নিশ্চিত, এরা নির্বাচনে প্রার্থী হলেও তাদের স্ত্রীরা ধানের শীষেই ভোট দেবেন।’

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন: বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।

]]>

সোর্স: somoynews.tv

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button