ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যেভাবে হামলা চালাল যুক্তরাষ্ট্র

<![CDATA[
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহের সময়সীমার অনেক আগেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। রোববার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইসপাহানে হামলার কথা জানান ট্রাম্প। যা একটি অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, ফোর্দোতে একটি পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে। সব বিমান নিরাপদে ফিরে এসেছে।
মার্কিন বি-২ বোমারু বিমানগুলো থেকে ইরানের পারমাণবিক তিনটি স্থাপনায় বোমাগুলো ফেলা হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব জানিয়েছেন।
আরও পড়ুন:ফোরদোতে ৬টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
ট্রাম্পের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ফোর্দোতে ছয়টি বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলা হয়েছে। বাকি দুটি স্থাপনায় ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ফোর্দোতে ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে ইরানের সবচেয়ে উন্নত সেন্ট্রিফিউজ রয়েছে। রাজধানী তেহরানের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এটি অবস্থিত।
তাসনিম সংবাদ সংস্থার উদ্ধৃত করা একজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন, ফোর্দো পারমাণবিক স্থাপনার কিছু অংশ শত্রুর বিমান হামলায় আক্রান্ত হয়েছে।
তবে ইরানের কোম প্রদেশ জানিয়েছে, ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলার সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।
তবে, ইরানি কর্মকর্তারা ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাননি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কর্পোরেশনের একজন কর্মকর্তার বরাত দিয়ে ইরনা জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্টের লক্ষ্যবস্তু করা পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এই হামলায় বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। এই বোমারু বিমানগুলিতে জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর ব্যবহার করা হয়েছিল, যা ৩০,০০০ পাউন্ড ওজনের একটি বাঙ্কার-বাস্টার বোমা যা ভারী সুরক্ষিত ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি।
এই ধরনের বোমা মার্কিন অস্ত্রাগারের জন্য এক অনন্য উপকরণ এবং এটিই একমাত্র অস্ত্র যা ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোকে কার্যকরভাবে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হয়।
আরও পড়ুন:ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের নতুন হামলা
একজন মার্কিন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা বি-২ বিমানগুলো মিসৌরিতে অবস্থিত তাদের ঘাঁটি থেকে প্রায় ৩৭ ঘন্টা ধরে অবিরাম উড়ে আসার পর ইরানে হামলা চালায়। আকাশে বেশ কয়েকবার জ্বালানি ভরেছিল বলেও জানান তিনি।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার পর এক ভাষণে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের ভবিষ্যৎ হয় শান্তি, না হয় আরও বড় ট্র্যাজেডি। আরও অনেক লক্ষ্যবস্তু রয়েছে যেখানে মার্কিন সেনাবাহিনী আঘাত হানতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
]]>
সোর্স: somoynews.tv