সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট পতনের পর আবারও সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট পতনের পর দেশে আবারও সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক শুরু হয়েছে। যুবসমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এটার জন্য হাসিনার বিরুদ্ধে লড়িনি, এই জন্য স্বৈরাচারের পতন ঘটানো হয়নি। 

শুক্রবার (৪ জুলাই) সকালে এনসিপি আটোয়ারী উপজেলা পার্টি অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, জাতীয় নাগরিক পার্টি ইনসাফভিত্তিক ধর্ম-বর্ণ নির্বিশিষে সব মানুষের কথা বলতে চায়। আমরা দেখেছি বিগত আমলে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অনেক নির্যাযিত হয়েছে। তাদের জমি দখল করা হয়েছে। তাদের ঘরবাড়ি পোড়ানোসহ লুটপাট করা হয়েছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেগুলোর ইনসাফ করেনি। 

তিনি বলেন, আমরা চাই এই নতুন বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে একসঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে সব সুযোগ-সুবিধা ভোগ করব। বিগত সরকার যেমন তার নেতাকর্মীদের বিভিন্ন অন্যায়, দুর্নীতি, লুটতরাজ করার সুযোগ দিয়েছিল, সেভাবে তারা অন্যায়কারী ও জুলুমবাজ হয়ে উঠেছিল। বাংলাদেশে গুটি কয়েক মানুষ স্বৈরাচার সৃষ্টি করছে, ফ্যাসিস্ট তৈরি করেছে- এরাই সব সম্পত্তির মালিক রয়েছে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরা স্বৈরশাসক তৈরি করেছে- এরাই সব সম্পত্তির মালিক হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা এই জমিদারি প্রথা ভেঙেছি জুলাই গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদার প্রথা, নতুন করে যদি কোনো স্বৈরশাসক, চাঁদাবাজ, সন্ত্রাস তৈরি হয় তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। এই লড়াই আর সংগ্রাম আটোয়ারী থেকেই শুরু করতে হবে। যদি কোনো অন্যায়, অবিচার, জুলুম দেখেন তার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। 

এর আগে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনাদের উত্তরাঞ্চল তথা আটোয়ারী কৃষিতে অনেক সমৃদ্ধ। এখানে মরিচ-ভুট্টাসহ বিভিন্ন আবাদ হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কৃষক তার ন্যায্যমূল্য পায় না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট কারা পরিচালনা করে আপনারা তা সবাই জানেন। আজ যারা মরিচ এবং বিভিন্ন শস্য নিয়ে সিন্ডিকেট করবে তারা আগামীতে ক্ষমতায় গেলে কৃষকদের ঘরের টিন খুলে নিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের দেশের মানুষ ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করে। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কখনই আসবে না। মনে রাখবেন- আপনারা একদিন ভোট বিক্রি করবেন আর নেতারা আপনাদের পাঁচ বছর নির্যাতন করবে।

হাসনাত বলেন, আপনাদের এলাকার সন্তান সারজিস আলম যোগ্য প্রার্থী। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানে তার কী পরিমাণ অবদান রয়েছে। সারজিসকে আটোয়ারীর মানুষ যদি আগলে রেখে তার হাতকে শক্তিশালী করে তাহলে এ উপজেলা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলায় পরিণত হবে।

সোর্স: kalbela.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button