সর্বশেষ সংবাদ

নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ, প্রশাসনকে ধন্যবাদ বিএনপির ৩ সংগঠনের

বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার আলোকে আয়োজিত তারুণ্যের সমাবেশ কর্মসূচির শেষ দিনে রাজধানীর নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত সমাবেশ ঘিরে সৃষ্টি হওয়া যানজট ও জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে সংগঠনগুলো। পাশাপাশি কর্মসূচির সফল আয়োজন ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (৩০ মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্যে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ এবং প্রশাসনকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক মাসব্যাপী ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করা হয়েছিল। 

যা গতকাল শেষ হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম, খুলনা, বগুড়া এবং ঢাকায় আয়োজিত দুই দিনের সেমিনার এবং সমাবেশের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা, দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করা। একইসঙ্গে জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা।

তিনি বলেন, এই কর্মসূচিতে অংশগ্রহণ ও সমর্থনের জন্য আমরা দেশের সব শ্রেণী-পেশার মানুষ, বিশেষ করে তরুণ শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, চাকরিজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা সহ সকার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।  দল-মত, শ্রেণি ও পেশার পার্থক্য ভুলে যে ঐক্য,সাহস এবং সচেতনতা জনগণ দেখিয়েছেন তা আমাদের উদ্যোগ সাফল্যমণ্ডিত করার পাশাপাশি ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।

লিখিত বক্তব্যে যুবদলের সভাপতি আরও বলেন, তবে ঢাকা এবং অন্যান্য শহরে উত্তাল তরঙ্গে লাখ-লাখ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সামগ্রিক দুর্ভোগ হয়েছে, বিশেষ করে যানজটের কারণে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগকে কৃতজ্ঞতা জানাই। ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে। এ কাজে সহায়তাকারী সকল বিশেষ ধন্যবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ।

এএইচআর/এমএসএ 

সোর্স: dhakapost.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button