সর্বশেষ সংবাদ

ধর্মীয় আধ্যাত্মিক গুরুর কাছে আশীর্বাদ চাইলেন ভারতীয় সেনাপ্রধান

ভারতের হিন্দু আধ্যাত্মিক গুরু জগদগুরু রামভদ্রাচার্যের কাছে আশীর্বাদ চেয়েছেন ভারতীয় সেনাপ্রধান (সিওএএস) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশটির মধ্যপ্রদেশের চিত্রকূটে রামভদ্রাচার্যের আশ্রমে গিয়ে এই আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।

এসময় ধর্মীয় এই গুরু তার কাছে “গুরু দক্ষিণা” হিসেবে পাকিস্তান-শাসিত কাশ্মির ‘ফেরত আনার’ দাবি জানান। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবারের এই সফরে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে রামভদ্রাচার্যের আধ্যাত্মিক আলোচনা হয়। গুরু জানান, রাম মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি সেই আধ্যাত্মিক শক্তি লাভ করেছেন। তার দাবি, এই আধ্যাত্মিক শক্তি মহাবীর হনুমানও পেয়েছিলেন লঙ্কা যাত্রার আগে।

রামভদ্রাচার্য আরও বলেন, তিনি একই রকম দীক্ষা পেয়েছেন এবং একইভাবে দেশের সেবা করতে চান। আশ্রমে সেনাপ্রধান সন্ন্যাসী ও ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেন।

এসময় রামভদ্রাচার্য ভারতীয় সেনাপ্রধানের কাছে ‘গুরু দক্ষিণা’ হিসেবে সরাসরি পাকিস্তান-শাসিত কাশ্মির ‘ফেরত আনার’ দাবি জানান। তার এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন কিছুদিন আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হয়েছে।

মূলত টানা চারদিন ধরে সীমান্তে গুলি বিনিময় ও হামলা-পাল্টা হামলার পর গত ১০ মে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি হয়। বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত থাকলেও দিল্লির দাবি, ‘অপারেশন সিন্দুর’ এখনো চলছে।

এনডিটিভির দাবি, জগদগুরু রামভদ্রাচার্য একজন প্রখ্যাত হিন্দু আধ্যাত্মিক গুরু, সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক। তিনি বহু গ্রন্থ রচনা করেছেন এবং ধর্মীয় জ্ঞানচর্চায় বিশেষ ভূমিকা রাখেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

টিএম

সোর্স: dhakapost.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button