সর্বশেষ সংবাদ

মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী

নওগাঁর সাপাহারে প্রেমের টানে বাংলাদেশে এসে আটক হয়েছেন এক ভারতীয় কিশোরী। বুধবার (২৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। 

বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সীমান্ত আইনে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের কিশোরীর (১৬) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাপাহার উপজেলার ঘাসডাঙ্গা গ্রামের আফজালের ছেলে যুবক মাসুদের। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ঘটনার দিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরীটি। তবে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নূপুর ও প্রেমিক মাসুদ বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা প্রেমিক মাসুদকে আটক করতে ব্যার্থ হলেও শুধু নূপুরকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ সদস্যরা মেয়েটিকে তাদের দেশের বলে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা মেয়েটিকে সাপাহার থানায় হস্তান্তর করে সীমান্ত আইনে একটি মামলা দায়ের করে।

থানায় কিশোরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ভারতের পাকুয়া কলেজে একাদশ শ্রেণিতে পড়েন তিনি। প্রেমের টানে তিনি মাসুদের সঙ্গে বাংলাদেশে এসেছেন। কিন্তু বিজিবি-বিএসএফের মাঝখনে পড়ে মাসুদ তাকে একা ফেলে পালিয়েছে। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সোর্স: kalbela.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button