দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে: সালাহউদ্দিন আহমেদ

<![CDATA[
দেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রোববার (২২ জুন) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অর্পণ আলোক সংঘের আয়োজনে, ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে তিনি এই পরামর্শ দেন।
সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলেই মেধাপাচার বন্ধ হবে।‘
রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘তবে সেক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যহত থাকতে হবে।’
আরও পড়ুন: রকিব-হুদা-আউয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা
বিএনপির এই নেতা বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে। ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগুতে হবে।’
]]>
সোর্স: somoynews.tv