সর্বশেষ সংবাদ

শুধু নির্বাচন নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোডম্যাপও চান রাশেদ প্রধান

গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা শুধু নির্বাচনী রোডম্যাপ নয়, বরং একইসঙ্গে সংস্কার ও বিচারের রোডম্যাপ চাই। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ারও রোডম্যাপ চাই। নির্বাচন আর ক্ষমতায় যাওয়ার রাজনীতির আড়ালে সংস্কার আর বিচার হারিয়ে গেলে তা হবে দুঃখজনক।

শুক্রবার (৩০ মে) বিকেলে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, নির্বাচন হতে হবে; তবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার হতে হবে, প্রশাসনসহ সব জায়গা আওয়ামী দোসরমুক্ত হতে হবে, ভারতীয় হস্তক্ষেপমুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতে হবে; দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল এবং ফ্যাসিজমের দোসর রাজনৈতিক সংগঠনগুলোর বিচার করতে হবে। 

যৌথসভায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় পুশ-ইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদ এবং মানবিক করিডোরের বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়। জাগপার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। যৌথসভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। 

যৌথসভায় আরও অংশগ্রহণ করেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, মো. রওশন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এসএম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এসএম ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

সোর্স: kalbela.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button