ডিসেম্বরে নির্বাচন না হলে দায় দায়িত্ব সব ড. ইউনূসকে নিতে হবে: মির্জা আব্বাস

<![CDATA[
ডিসেম্বরে নির্বাচন না হলে দায় দায়িত্ব সব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
মির্জা আব্বাস বলেন, ‘জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন, তবে কোনো বিদেশি পরামর্শক আনেননি। কাউকে আমদানিও করেনি। কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শক এনেছে। সংস্কার সংস্কার করতে করতে আজকে এমন অবস্থায় চলে গেছে তারা নির্বাচন দিতে চায় না।’
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বেলন, ‘জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন? আপনার লজ্জাও করেনি বিদেশে বসে বিএনপির নামে বদনাম করতে? আসলে বিএনপি নয় একটি লোক নির্বাচন চায় না। ড. ইউনূস নিজেই নির্বাচন চান না।
‘বিএনপি দাবি করার আগে ইউনূস সাহেব ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন। পরে শিফট করে জুনের কথা বলছেন। ডিসেম্বরে নির্বাচন না হলে দায় দায়িত্ব সব ড. ইউনূসকে নিতে হবে,’ যোগ করেন মির্জা আব্বাস।
আরও পড়ুন: দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান খালেদা জিয়ার
বিএনপির এই নেতা বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না হয় জনগণ নির্বাচন আদায় করবে। নির্বাচন না হলে এ দেশের ভৌগলিক অবস্থান ঠিক থাকবে না।’
এদিকে, মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি দল শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই কথার যথেষ্ট তথ্যের ঘাটতি রয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ও ১২ দলীয় জোটসহ অনেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে।’
]]>
সোর্স: somoynews.tv