সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরী করে গিয়েছেন: রুমিন ফারহানা

বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানার দাবি, জিয়ার হাতেই অর্থনীতির ভিত্তি রচিত হয়েছিল

হালুয়াঘাট (ময়মনসিংহ): বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরি করে গেছেন, যা অন্য কোনো সরকার করতে পারেনি। তিনি বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন।

শনিবার (৩১ মে) হালুয়াঘাট উপজেলা বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত রদরুল কবিরের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী প্রমুখ।

সোর্স: bd24live.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button