সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ দেবে। রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন আর সেই সম্ভাবনাটা নেই।

সোমবার (৯ জুন) সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলো দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের জন্য একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু যেসব দৈনন্দিন সেবা দেওয়ার কথা, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তা দিতে পারছি না।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু আমরা করতে পারি দেখব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলব।

মিডিয়ায় গুজবের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়ে গুজব ছড়ানো হয়েছে, যা মেইনস্ট্রিম মিডিয়াতেও প্রকাশ পেয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়া গুজব ছড়াতে পারে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া যখন সেটি প্রচার করে, তখন জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ি। পরে আমাদের ফ্যাক্ট চেক করে জানতে হয় কতটুকু সত্য। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। আমার পরিবার নিয়েও গুজব ছড়ানো হয়েছে।

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএআর

সোর্স: dhakapost.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button