সর্বশেষ সংবাদ

সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না: সালাহউদ্দিন

<![CDATA[

সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ জাপানে এক বক্তৃতায় বলেছেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয় তাহলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। আমরা বলেছি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা বলেছি, আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। আপনার উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। এখানে দুজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা আছেন বিদেশ ভ্রমণ করেছেন ২০ বছর। এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন! তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি কী পরিকল্পনা নিয়ে এসেছেন জানি না, আল্লা মালুম। আরও কয়েকজন ফ্যাসিবাদের দোসর আপনার উপদেষ্টা পরিষদে আছে।’
 

আরও পড়ুন: জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ সরকার: তারেক রহমান

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সংস্কার করেন, তবে শর্ষের মধ্যে ভূত রেখে যদি সংস্কার-সংস্কার করেন, সংস্কার হবে না। যেসব সংস্কারে ঐকমত্য হবে, তা এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে সংস্কার সম্ভব। যদি আপনি না পারেন আমরা করে দেব।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, শুধু সাংবিধানিক সংস্কারের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেসব সংশোধনী নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য।

তিনি বলেন, ‘সংস্কার-সংস্কার বলে যে ফেনা তুলছেন, কয়টা সংস্কার করেছেন আপনারা? সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না, জাতিকে বিভক্ত করবেন না।’

]]>

সোর্স: somoynews.tv

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button