সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ

শেয়ার বিজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক দল দাবি করলেও তারা কখনও সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে ইনসাফ করেনি।

আজ শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল, তা আমরা ভেঙেছি। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলেও তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।’

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজ যারা চাঁদাবাজি করছে, তারা ক্ষমতায় গেলে আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশের ভোটাররা দুইশত টাকা দিয়ে ভোট বিক্রি করে। এই প্রবণতা বন্ধ না হলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। টাকার বিনিময়ে ভোট দিলে ৫ বছর শোষণ সহ্য করতে হবে।’

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশে এখন মামলা বাণিজ্য চলছে। এনসিপিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্থান নেই। সংস্কারের মাধ্যমে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে।’

বক্তারা সারজিস আলমকে আটোয়ারী তথা পঞ্চগড়ের একজন যোগ্য সন্তান উল্লেখ করে উন্নয়ন ও এনসিপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে তারা ঠাকুরগাঁও ও দিনাজপুর অভিমুখে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে চতুর্থ দিনের পদযাত্রা শুরু করেন।

সোর্স: sharebiz.net

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button