সর্বশেষ সংবাদ

জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না : জামায়াতের প্রস্তাব

একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন– জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এমন প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোববার (২২ জুন) দুপুরে এ কথা জানান।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপ শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের আলোচনায় আমি প্রস্তাব দিয়েছি, আমরা যেন সংখ্যাগত মেয়াদের চেয়ে এই ঐকমত্যে পৌঁছাই যে, একজন ব্যক্তি তার জীবদ্দশায় ১০ বছরের বেশি সময় যেন প্রধানমন্ত্রী না থাকতে পারেন।

তাহের বলেন, এমন সিদ্ধান্ত নিলে সেটি ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত হবে। এ বিষয়ে তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে।

তিনি আরও বলেন, যতবার প্রধানমন্ত্রী হন না কেন, মেয়াদ যেন জীবদ্দশায় ১০ বছরের বেশি না হয়। আমাদের দেশে সাধারণত দুই পূর্ণ মেয়াদে ১০ বছর হয়ে থাকে। তাই সেটিই গ্রহণযোগ্য সময়সীমা হিসেবে ধরা যেতে পারে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের পঞ্চম দিনের সংলাপ শুরু হয়। এতে অংশ নেয় ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশন সূত্রে জানা গেছে, সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ ছাড়াও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে নিয়োগে সাংবিধানিক কমিশনের ভূমিকা, সরাসরি নির্বাচন, নারীর প্রতিনিধিত্বসহ বিভিন্ন কাঠামোগত সংস্কার নিয়েও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি সংলাপ করে। এরপর ২ মে থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়, যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

আরএইচটি/এসএসএইচ

সোর্স: dhakapost.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button