তারিক সিদ্দিকের সম্পদের পাহাড় রাষ্ট্রের অনুকূলে নেয়ার দাবি

<![CDATA[
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের রাজধানীর অভিজাত এলাকায় একাধিক প্লট-ফ্ল্যাট, গাজীপুরে বিশাল বাগানবাড়ি, অর্ধশত বিঘা জমিসহ অঢেল সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরইমধ্যে প্রায় শতকোটি টাকার সম্পদ জব্দও করেছে সংস্থাটি। এখন বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনের ফিরিস্তি খুঁজছে অনুসন্ধানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ জব্দে দুদককে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জানা যায়, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে তারিক আহমেদ সিদ্দিকের ‘বাগানবিলাস’ নামের বিশাল বাগানবাড়ি। একইভাবে ফাওকাল এলাকায় ডুপ্লেক্স ভবনসহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি।
বিলাসিতার বাগানবাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে শেখ হাসিনার সামরিক উপদেষ্টার প্লট-ফ্ল্যাটের নানা ফিরিস্তি। বারিধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বারিধারা ডিওএইচএসে সাততলা বাড়ি।
আরও পড়ুন: পদ্মা সেতু দুর্নীতি: ফের অনুসন্ধানে দুদক, মিললো মোশাররফের তথ্য-উপাত্ত
বসুন্ধরায় রয়েছে দেড়শ কোটি টাকার বেশি দামের তিনটি প্লট, গাজীপুর-নারায়ণগঞ্জে সব মিলিয়ে অর্ধশত বিধা জমিসহ দেশের বিভিন্ন স্থানে অঢেল সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এখন বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনের নথিপত্র যাচাই-বাছাই করছে তারা।
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, বৈধ উৎস না থাকায় তারিক সিদ্দিকের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তে দুদককে উদ্যোগ নিতে হবে।
]]>
সোর্স: somoynews.tv