সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ২৭ বাংলাদেশিসহ আটক ৩৯

<![CDATA[

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহতে একটি বর্জ্য নিষ্কাশন কারখানায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ২৭ বাংলাদেশিসহ আটক ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

রোববার (২২ জুন) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, নাগরিকদের অভিযোগ ও দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে একটি বর্জ্য নিষ্কাশন কারখানায় অভিযান চালানো হয়।

 

তিনি আরও জানান, অভিযানে প্রথমে ৪২ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। বৈধ নথিপত্র না থাকায় ৩৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশি। এছাড়া ১২ জন চীনা নাগরিক রয়েছে।

 

আটক হওয়াদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ শুধু তাদের সবার বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে। আটক সবাইকে ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৪৩ এর ধারা ৩৯ (বি) এর অধীনে তদন্ত করা হচ্ছে।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

]]>

সোর্স: somoynews.tv

Related Articles

Back to top button