পাসপোর্ট ইস্যু ও সংশোধনে দূতাবাসেই সেবা, মালদ্বীপে প্রবাসীদের জন্য সুখবর

<![CDATA[
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ইস্যু ও সংশোধনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। বিমানবন্দরে জটিলতা এড়াতে এখন থেকে দূতাবাসেই প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু, নবায়ন ও তথ্য সংশোধনের আহ্বান জানানো হয়েছে।
পাসপোর্ট প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। দেশে ই-পাসপোর্ট চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এখন তা হাতে পাচ্ছেন। কিন্তু অনেক সময় নতুন পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সঙ্গে মিল না থাকায়, দেশে গিয়ে এসব সংশোধন করে, পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন।
এই সমস্যা নিরসনে এখন থেকে দূতাবাসে কাগজপত্র যাচাই করেই পাসপোর্ট ইস্যু, নবায়ন ও সংশোধন করা যাবে বলে এক নির্দেশনায় জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কেউ যেন দেশে গিয়ে তথ্য পরিবর্তন না করেন। বরং মালদ্বীপে থেকেই দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংশোধনের আবেদন করতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ৩৪ দেশ থেকে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি
নয়তো মালদ্বীপে ফেরার সময় বিমানবন্দরে তারা নানান জটিলতায় পড়তে পারেন। এমনকি তাদের দেশেও ফেরত পাঠানো হতে পারে। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, পুরাতন পাসপোর্ট বদলে ই-পাসপোর্ট করা যাচ্ছে। পাশাপাশি মিলছে নাম-ঠিকানা সংশোধনের সুযোগও।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানিয়েছেন, সঠিক কাগজপত্র জমা দিলে দূতাবাস থেকেই সব কাজ করা সম্ভব। এতে বিমানবন্দরের ঝামেলা কমবে।
তিনি বলেন, মালদ্বীপ প্রবাসীরা বাংলাদেশে গিয়ে কোনো তথ্য পরিবর্তন করবেন না। এটি করলে মালদ্বীপে ফেরার সময় জটিলতার সম্মুখীন হওয়া লাগতে পারে। নতুন করে আসার ক্ষেত্রে আগ্রহীরা সংশোধন করার আগে হাইকমিশনে যোগাযোগ করবেন।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আরও সহজে ও দ্রুত করার দাবি সংশ্লিষ্টদের।
]]>
সোর্স: somoynews.tv