সর্বশেষ সংবাদ

১২০ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করল সৌদি

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় চলতি মে মাসের শুরু থেকে এ পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৪৩৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজহা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার নাজহা-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র, কেউ প্রতিরক্ষা, কেউ  নগর প্রশাসন, আবাসন, মানব সম্পদ উন্নয়ন, পরিবহন, স্বাস্থ্য, যাকাত, কর এবং কাস্টমস বিভাগ— অর্থাৎ সৌদি সরকারের প্রায় সব গুরুত্বপূর্ণ বিভাগ ও দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন গ্রেপ্তার ১২০ জনের তালিকায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

সরকারি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং অর্থনীতি ও সরকারি তহবিলগুলোর সুরক্ষা নিশ্চিত করতে নাজহা-এর অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে সৌদির দুর্নীতি প্রতিরোধ সংস্থার বিবৃতিতে।

সাম্প্রতিক বছরগুলোতে সরকারি প্রশাসন থেকে দুর্নীতি উচ্ছেদের ব্যাপারে বেশ কঠোর অবস্থান নিয়েছে সৌদি। ক্ষমতার অপব্যবহার, সরকারি তহবিলের অব্যবস্থাপনাসহ বিভিন্ন ইস্যুতে নিয়মিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সৌদির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত নাজহা-এর তত্ত্বাবধানে মোট ১ হাজার ৭০৮ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

সূত্র : গালফ নিউজ

এসএমডব্লিউ

সোর্স: dhakapost.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button