সর্বশেষ সংবাদ

চাচির গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক আটক

বগুড়ার গাবতলী উপজেলায় চাচির গোপন গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে রিপন মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার রামেন্দ্রপুর ইউনিয়নের চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রিপন চকমল্লা গ্রামের ইব্রাহীম আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রিপন মিয়া কয়েক দিন আগে তার চাচির গোসলের দৃশ্য মোবাইল ফোনে গোপনে ধারণ করে। পরে সেই ভিডিওর স্ক্রিনশট দেখিয়ে চাচিকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে সারিয়াকান্দি ক্যাম্পের সেনা কমান্ডার সাব্বিরের নেতৃত্বে চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রিপন ভিডিও ধারণের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সে এই কাজ করেছে।

সোর্স: bd24live.com

Related Articles

Back to top button