সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ভোটের কথা না ভেবেই নির্বাচনের টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে একটি দল

<![CDATA[

আগামীর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে কি না, কিংবা বর্তমান নির্বাচন কমিশন কতটা স্বচ্ছ নির্বাচন দিতে পারবে এসব বিষয় নিশ্চিত হতে হবে। এসব না ভেবেই একটি দল নির্বাচনের টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে লালমনিরহাটের হাতিবান্ধায় উত্তরাঞ্চলে চতুর্থ দিনের গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘দেশের বাকি রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে আপোষ করবে না; তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ সব দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়া। এতে জুনের মধ্যে অথবা তার আগে এপ্রিল কিংবা মে মাসে যদি সম্ভব হয় তাও রাজনৈতিক দলগুলো মেনে নেবে।’

তিনি আরও বলেন, অতীতে যারাই এদেশে নির্বাচিত হয়েছে তারাই জনগণের কথা চিন্তা না করে শুধু নিজেদের আখের গুছিয়েছে। তাই আগামীর নির্বাচনে কোনো দল, মার্কা বা ব্যক্তির প্রতি অন্ধ হয়ে নয় বরং নিজেদের অধিকার আদায়ে সৎ ও যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে ভোটদানের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: সীমান্তরক্ষী বাহিনীকে জিম্মি করে রেখেছিল হাসিনা: সারজিস আলম

সার্জিস আলম বলেন, ‘গত ১৬ বছরে একটি দল উন্নয়নের নামে মুলা ঝুলিয়ে গেছে। সব জায়গায় উন্নয়নের নামে লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। নিজেদের আখের গোছানোর নামে তারা দেশের মানুষের কাছে উন্নয়নের বুলি আউরিয়েছেন।’

তিনি বলেন, এনসিপি গণমানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে ২৪ এর যোদ্ধাদের প্রতিনিধি হয়ে রাজনীতিতে এসেছে। তাই দেশের উন্নয়নের জন্য আগামীতে সবাইকে এনসিপির পাশে থাকার আহ্বান জানান তিনি।

]]>

সোর্স: somoynews.tv

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button