যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: রফিকুল ইসলাম খান

<![CDATA[
কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। জনগণ আর ভোটকেন্দ্র দখল হতে দেবে না, যারা দখল করতে আসবে তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে।
সোমবার (৯ জুন) পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জাতি বারবার ষড়যন্ত্র ও জুলুমের শিকার হয়েছে। কেউ কেউ মনে করে, দেশের উন্নয়ন কেবল প্রতিবেশী দেশের সহায়তায় সম্ভব, কিন্তু আমি বিশ্বাস করি, এই দেশ নিজের শক্তিতেই এগিয়ে যেতে পারে।’
মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, তা রক্ত দিয়ে শেষ করা হয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারকে প্রহসনে পরিণত করা হয়েছে। মাওলানা নিজামীসহ জামায়াত নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু জামায়াত আরও শক্তিশালী হয়েছে। এখন জামায়াত ক্ষমতার দ্বারপ্রান্তে।’
তিনি হুঁশিয়ার করে বলেন, ‘হত্যা ও বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত কাউকে ক্ষমা করা হবে না। শুধু হাসিনার বিচার করলেই হবে না, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল, সবাইকে আইনের আওতায় আনতে হবে।’
আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে জাতির কাছে দেয়া ওয়াদা রক্ষা করতে হবে: জামায়াত আমির
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার এরইমধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। কেউ যেন মনে না করে, এই দেশ তাদের পৈতৃক সম্পত্তি। জনগণ এবার রায় দেবে দখলদার, চাঁদাবাজ ও গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, আটঘরিয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী সাইদুল ইসলাম মোল্লা, জেলা শিবির সভাপতি ইসরাইল হোসেন শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
]]>
সোর্স: somoynews.tv