সর্বশেষ সংবাদ

তলিয়ে গেছে সুন্দরবন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা উপকুলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে সুন্দরবনের নিচু এলাকাগুলো।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি বৃহস্পতিবার (২৯ মে) দুপুর পর্যন্ত মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর ফলে বুধবার বিকেল থেকে এ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

তিনি জানান, মোংলা উপকূলে বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর পানিও। 

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলার আজাদ কবির জানান, সুন্দরবন সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আড়াই থেকে তিন ফুট নদীর জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। তবে এই বন কর্মকর্তা দাবি করেন, যেহেতু বনে পানি প্রবেশ করলে বন্যপ্রাণি উঁচু স্থানে আশ্রয় নেয় সেহেতু বন্য প্রাণির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোর্স: kalbela.com

Related Articles

Back to top button