সর্বশেষ সংবাদ

ইসির কাজ গেজেট প্রকাশ, শপথ পড়ানো নয়: ইশরাক ইস্যুতে সানাউল্লাহ

<![CDATA[

নির্বাচন কমিশনের (ইসি) কাজ গেজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ইস্যুতে এ মন্তব্য করেন তিনি।

 

ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের ইস্যুতে কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে গেজেট প্রকাশের মাধ্যমে।
নির্বাচন কমিশনের কাজ শপথ পড়ানো নয়, গেজেট প্রকাশ করা। গেজেটের বাইরে নির্বাচন কমিশনের আর কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

ইসি সানাউল্লাহ বলেন, গেজেটের পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছিল। এ নিয়ে আর কথা বলতে চায় না ইসি।

 

আরও পড়ুন: ইশরাকের শপথ ইসির এখতিয়ারাধীন: আপিল বিভাগ

 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

 

২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনও ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

 

তবে তাকে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন ইশরাকের সমর্থকরা।

]]>

সোর্স: somoynews.tv

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button